আবদুল্লাহ আল মারুফ
উচ্চ শব্দ আর বেপরোয়া গতিতে হেলেদুলে চলছে একটি মোটরসাইকেল। পেছনে একটি প্রাইভেটকার। তাদের রেস হচ্ছে। কয়েক কিলোমিটার পর্যন্ত তারা আসছিলেন আর আতঙ্কিত মানুষ এদিক ওদিকে লাফিয়ে লাফিয়ে ছিটকে পড়ছেন। আর সামনে গিয়েই দেখা যায় দুর্ঘটনায় রাস্তায় পড়ে আছেন দুই যুবক। গোমতীর বেড়িবাঁধের এমন দৃশ্য প্রতিনিয়ত দেখা যায়। সম্প্রতি এই নদীর তীরের সড়কের বেপরোয়া মোটরসাইকেল ও প্রাইভেট কার হয়ে উঠেছে হুমকি। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি এসব দুর্ঘটনায় অনেকে পঙ্গু হয়েছেন। আতঙ্কিত বেপরোয়া গতির এসব মোটরসাইকেলকে স্থানীয়রা রকেট বলেই ডাকেন।
জানা গেছে, গোমতীর বেড়িবাঁধের কুমিল্লার আদর্শ সদর এলাকার সৌন্দর্য অন্যসব এলাকা থেকে অনেক বেশি। যে কারণে স্থানীয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এই এলাকায় ঘুরতে আসেন। এসব স্থানীয় ও শহরের মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। অনেকে স্ট্যান্ট করেন। আবার অনেকে প্রতিযোগিতামূলকভাবেও চালান মোটরসাইকেল ও প্রাইভেট কার। উঠতি বয়সের তরুণ-তরুণীরা টিকটক ভিডিও করতেও এই সড়কে উচ্চ গতিতে মোটরসাইকেল চালান।
যেসব কারণে বেপরোয়া মোটরসাইকেল
স্থানীয়দের কেউই এসব চালকের বিষয়ে কোন কথা বলতে রাজি হন না। নাম প্রকাশে অনিচ্ছুক গোমতী পাড়ের কয়েকজন দোকানদার ও স্থানীয় বাসিন্দা বলেন, এদের বেশিরভাগই মাদকাসক্ত। বর্ডার এলাকা হওয়াতে অনেক সময় তারা মাদকাসক্ত হয়ে এভাবে চালান। এসব চালকদের বেশিরভাগই কিশোর। অনেকে শহরে দ্রুত গতিতে চালাতে না পেরে চলে আসেন গোমতী পাড়ে। আবার অনেক বেপরোয়া গতির মোটরসাইকেলের আরোহী হন কিশোরীরা। এছাড়াও টিকটিক ও ভিডিও ব্লগ করার জন্যেও অনেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালান।
কয়েকজন যুবক জানান, এসব চালকরা দল বেধে আসেন দূর থেকে। অনেকে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালান। এছাড়াও দুপুরে ও বিকেলে এই সড়কটি কিছুটা ব্যস্ত থাকে। তাই এই সময়ে এসব চালকরা লোক দেখানোর জন্য নেমে পড়েন।
স্থানীয় অটোরিকশা চালক মুজাম্মেল হক বলেন, অটোরিকশার পাশ দিয়ে বিকট শব্দে চালায়। মাঝেমধ্যে মনেহয় এই নাকি লেগে গেলো। অনেক সময় মেয়েদের দেখলে তারা আঁকাবাঁকা করে গাড়ি চালায়। প্রায়ই এই সড়কে এসব কারণে দুর্ঘটনা ঘটছে। অনেক দুর্ঘটনা ঘটতে আমি আমার সামনে দেখেছি।
প্রায়ই ঘটে দুর্ঘটনা
গতকাল রোববার গোমতী পাড়ের কটক বাজার এলাকায় বেপরোয়া দুই মোটরসাইকেলের সংর্ঘষে দুর্ঘটনা ঘটে। এতে মো. সাজু ও মো. রিফাত নামের দুই যুবক আহত হয়েছেন। তারা দুজনে নূরপুর এলাকার বাসিন্দা। পরে তাদের হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় আবদুল হান্নান বলেন, আমরা প্রতিদিন এমন দুর্ঘটনার খবর পাই। এই সড়কে বেপরোয়া গতিতে সবাই মোটরসাইকেল চালায়।
এর আগে ২০২১ সালে কুমিল্লার গোমতী বেড়িবাঁধের পাথুরিয়া পাড়া এলাকায় এক দুর্ঘটনা ঘটে। এসময় বালুবাহী ট্রাকচাপায় শামছুল হক (৪২) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শামছুল হক কুমিল্লা আদালতের আইনজীবী সহকারী ছিলেন। তিনি নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মতি মিয়ার ছেলে।
২০২২ সালের ফেব্রুয়ারির ২৭ তাদিখ সন্ধ্যায় নতুন মোটরসাইকেল নিয়ে প্রথমবারের মতো দুই বন্ধুসহ গোমতী নদীর পাড় এলাকায় ঘুরতে যায় ফারহান আঞ্জুম মাফি। রাত ৯টায় গোমতী পাড় এলাকায় সড়কের গতিরোধকে মোটরসাইকেল উল্টে দুর্ঘটনা ঘটে। এ সময় মাফি ও তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত রাফিকে মৃত ঘোষণা করেন। রাফি নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের ছেলে।
কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধে বেপরোয়া গতির ইট বোঝাই টাক্টরের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়। এ বছরের ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ¥ীপুর এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধের ওপর ওই দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালক আবুল কালাম আজাদ (৩৫) লক্ষ¥ীপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র।
প্রশাসন যা বলছে
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, আমরা সড়কে টহল অভিযান করি। অভিযানের কারণে কয়েকদিন ঠিক থাকে পরে আবার আগের মতো হয়ে যায়। তবে দুর্ঘটনার বিষয়ে কেউ আমাদের অভিযোগ দেয় না। এরপরেও আমরা গোমতী পাড়ের মোটরসাইকেলর গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেব।
উচ্চ শব্দ আর বেপরোয়া গতিতে হেলেদুলে চলছে একটি মোটরসাইকেল। পেছনে একটি প্রাইভেটকার। তাদের রেস হচ্ছে। কয়েক কিলোমিটার পর্যন্ত তারা আসছিলেন আর আতঙ্কিত মানুষ এদিক ওদিকে লাফিয়ে লাফিয়ে ছিটকে পড়ছেন। আর সামনে গিয়েই দেখা যায় দুর্ঘটনায় রাস্তায় পড়ে আছেন দুই যুবক। গোমতীর বেড়িবাঁধের এমন দৃশ্য প্রতিনিয়ত দেখা যায়। সম্প্রতি এই নদীর তীরের সড়কের বেপরোয়া মোটরসাইকেল ও প্রাইভেট কার হয়ে উঠেছে হুমকি। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি এসব দুর্ঘটনায় অনেকে পঙ্গু হয়েছেন। আতঙ্কিত বেপরোয়া গতির এসব মোটরসাইকেলকে স্থানীয়রা রকেট বলেই ডাকেন।
জানা গেছে, গোমতীর বেড়িবাঁধের কুমিল্লার আদর্শ সদর এলাকার সৌন্দর্য অন্যসব এলাকা থেকে অনেক বেশি। যে কারণে স্থানীয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এই এলাকায় ঘুরতে আসেন। এসব স্থানীয় ও শহরের মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। অনেকে স্ট্যান্ট করেন। আবার অনেকে প্রতিযোগিতামূলকভাবেও চালান মোটরসাইকেল ও প্রাইভেট কার। উঠতি বয়সের তরুণ-তরুণীরা টিকটক ভিডিও করতেও এই সড়কে উচ্চ গতিতে মোটরসাইকেল চালান।
যেসব কারণে বেপরোয়া মোটরসাইকেল
স্থানীয়দের কেউই এসব চালকের বিষয়ে কোন কথা বলতে রাজি হন না। নাম প্রকাশে অনিচ্ছুক গোমতী পাড়ের কয়েকজন দোকানদার ও স্থানীয় বাসিন্দা বলেন, এদের বেশিরভাগই মাদকাসক্ত। বর্ডার এলাকা হওয়াতে অনেক সময় তারা মাদকাসক্ত হয়ে এভাবে চালান। এসব চালকদের বেশিরভাগই কিশোর। অনেকে শহরে দ্রুত গতিতে চালাতে না পেরে চলে আসেন গোমতী পাড়ে। আবার অনেক বেপরোয়া গতির মোটরসাইকেলের আরোহী হন কিশোরীরা। এছাড়াও টিকটিক ও ভিডিও ব্লগ করার জন্যেও অনেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালান।
কয়েকজন যুবক জানান, এসব চালকরা দল বেধে আসেন দূর থেকে। অনেকে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালান। এছাড়াও দুপুরে ও বিকেলে এই সড়কটি কিছুটা ব্যস্ত থাকে। তাই এই সময়ে এসব চালকরা লোক দেখানোর জন্য নেমে পড়েন।
স্থানীয় অটোরিকশা চালক মুজাম্মেল হক বলেন, অটোরিকশার পাশ দিয়ে বিকট শব্দে চালায়। মাঝেমধ্যে মনেহয় এই নাকি লেগে গেলো। অনেক সময় মেয়েদের দেখলে তারা আঁকাবাঁকা করে গাড়ি চালায়। প্রায়ই এই সড়কে এসব কারণে দুর্ঘটনা ঘটছে। অনেক দুর্ঘটনা ঘটতে আমি আমার সামনে দেখেছি।
প্রায়ই ঘটে দুর্ঘটনা
গতকাল রোববার গোমতী পাড়ের কটক বাজার এলাকায় বেপরোয়া দুই মোটরসাইকেলের সংর্ঘষে দুর্ঘটনা ঘটে। এতে মো. সাজু ও মো. রিফাত নামের দুই যুবক আহত হয়েছেন। তারা দুজনে নূরপুর এলাকার বাসিন্দা। পরে তাদের হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় আবদুল হান্নান বলেন, আমরা প্রতিদিন এমন দুর্ঘটনার খবর পাই। এই সড়কে বেপরোয়া গতিতে সবাই মোটরসাইকেল চালায়।
এর আগে ২০২১ সালে কুমিল্লার গোমতী বেড়িবাঁধের পাথুরিয়া পাড়া এলাকায় এক দুর্ঘটনা ঘটে। এসময় বালুবাহী ট্রাকচাপায় শামছুল হক (৪২) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শামছুল হক কুমিল্লা আদালতের আইনজীবী সহকারী ছিলেন। তিনি নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মতি মিয়ার ছেলে।
২০২২ সালের ফেব্রুয়ারির ২৭ তাদিখ সন্ধ্যায় নতুন মোটরসাইকেল নিয়ে প্রথমবারের মতো দুই বন্ধুসহ গোমতী নদীর পাড় এলাকায় ঘুরতে যায় ফারহান আঞ্জুম মাফি। রাত ৯টায় গোমতী পাড় এলাকায় সড়কের গতিরোধকে মোটরসাইকেল উল্টে দুর্ঘটনা ঘটে। এ সময় মাফি ও তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত রাফিকে মৃত ঘোষণা করেন। রাফি নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের ছেলে।
কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধে বেপরোয়া গতির ইট বোঝাই টাক্টরের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়। এ বছরের ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ¥ীপুর এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধের ওপর ওই দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালক আবুল কালাম আজাদ (৩৫) লক্ষ¥ীপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র।
প্রশাসন যা বলছে
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, আমরা সড়কে টহল অভিযান করি। অভিযানের কারণে কয়েকদিন ঠিক থাকে পরে আবার আগের মতো হয়ে যায়। তবে দুর্ঘটনার বিষয়ে কেউ আমাদের অভিযোগ দেয় না। এরপরেও আমরা গোমতী পাড়ের মোটরসাইকেলর গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেব।