নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় অবৈধ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান সিলগালা করেছে বিএসটিআই।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিসের যৌথ অভিযানে কুমিল্লা শহরের নোয়াপাড়া এলাকার এই প্রতিষ্ঠান বন্ধ করা হয়। উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে দেখা যায় মেসার্স রেইনবো পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে যথাযথভাবে পরিশোধন না করে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। পরে বিএসটিআই থেকে সনদ গ্রহণ ব্যতীত প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয় বিতরণের অপরাধে এবং স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় কারখানাটি সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহীন আক্তার শিফা। মোবাইল কোর্টে প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল। সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহম্মেদ এবং পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয়। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিএসটিআই।
কুমিল্লায় অবৈধ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান সিলগালা করেছে বিএসটিআই।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিসের যৌথ অভিযানে কুমিল্লা শহরের নোয়াপাড়া এলাকার এই প্রতিষ্ঠান বন্ধ করা হয়। উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে দেখা যায় মেসার্স রেইনবো পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে যথাযথভাবে পরিশোধন না করে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। পরে বিএসটিআই থেকে সনদ গ্রহণ ব্যতীত প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয় বিতরণের অপরাধে এবং স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় কারখানাটি সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহীন আক্তার শিফা। মোবাইল কোর্টে প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল। সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহম্মেদ এবং পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয়। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিএসটিআই।