লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ৪ (চার) মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে ২শ দুই পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে শীর্ষ মাদক কারবারি মো: সুজনের বসতঘরে শুক্রবার দিবাগত রাত দুইটায় এই যৌথঅভিযান পরিচালনা করে লালমাই আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও লালমাই থানার পুলিশ।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন-উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মো: সুজন (৩৫), মোজাম্মেল হোসেনের ছেলে মানিক বাদশা (২২), ফরিদ মিয়ার ছেলে আল আমিন (২৬) ও আশকামতা গ্রামের রুহুল আমিনের ছেলে নুর নবী (৪০)।
লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, শীর্ষ মাদক কারবারি সুজন কিছুদিন ধরে নিজের বসত ঘরে মাদকের বেচা-কেনা করছে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। সিডিএমএস যাচাই করে দেখা গেছে, জেলার বিভিন্ন থানায় গ্রেফতার সুজনের বিরুদ্ধে ৪টি ও নুর নবীর বিরুদ্ধে ১টি মাদকের মামলা রয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মাদক নির্মূলে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ৪ (চার) মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে ২শ দুই পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে শীর্ষ মাদক কারবারি মো: সুজনের বসতঘরে শুক্রবার দিবাগত রাত দুইটায় এই যৌথঅভিযান পরিচালনা করে লালমাই আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও লালমাই থানার পুলিশ।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন-উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মো: সুজন (৩৫), মোজাম্মেল হোসেনের ছেলে মানিক বাদশা (২২), ফরিদ মিয়ার ছেলে আল আমিন (২৬) ও আশকামতা গ্রামের রুহুল আমিনের ছেলে নুর নবী (৪০)।
লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, শীর্ষ মাদক কারবারি সুজন কিছুদিন ধরে নিজের বসত ঘরে মাদকের বেচা-কেনা করছে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। সিডিএমএস যাচাই করে দেখা গেছে, জেলার বিভিন্ন থানায় গ্রেফতার সুজনের বিরুদ্ধে ৪টি ও নুর নবীর বিরুদ্ধে ১টি মাদকের মামলা রয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মাদক নির্মূলে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।