গাজীউল হক সোহাগ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো আন্তর্জাতিক মানের। বাইউস্টের বিনিয়োগের দুই তৃতীয়াংশই ল্যাবে। একেকটি ল্যাব খুবই সুন্দর। আমরা এখানে প্রযুক্তিভিত্তিক বিষয় পড়াই। এখানে রয়েছে ১৪ হাজারের মতো বই নিয়ে সমৃদ্ধ এক গ্রন্থাগার। ১০ একরের বেশি জায়গা নিয়ে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস।
তিনি বলেন, আমাদের প্রথম কাজ সেবা করা। ভবিষ্যতে এটা একটা ওয়ান্ডারফুল বিশ্ববিদ্যালয় হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে বাইউস্টের গ্রন্থাগারে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য মোহাম্মদ নূর হোসেন বলেন, আমার প্রধান কাজ হলো কোয়ালিটি বাড়ানো। আমি কোয়ালিটি বাড়াব। কোয়ালিটি শিক্ষক নেব। বেছে বেছে শিক্ষাথী ভর্তি করানো হয় এখানে। কোটা পূরণ হয়ে গেলে আর নিই না। আমরা এখানে ক্যাডেট কলেজের মতো পড়াব। ক্যাডেট কলেজের সবাই ভালো করে। আমাদের কুমিল্লার লোকজন কেবল ঢাকায় যেতে চান। দ্রুত ঢাকায় যাওয়া যায় বলে। কিন্তু বাড়ির কাছেই বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। আমরা কুমিল্লার সন্তানদেরকে ,এই অঞ্চলের মানুষের সন্তানকে বাইউস্টে রাখতে চাই। কারণ আমাদের কোয়ালিটি শিক্ষক আছেন।
উপাচার্য বলেন,‘ এ বিশ্ববিদ্যালয়ের ১০ বছরের মূল্যায়ন করা কঠিন। কারণ ২০২০ সালে করোনা মহামারি শুরু হয়। তখন একটা ছন্দপতন হয়। এরপর ঘুরে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া অন্তত ৩০ জন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় জড়িত।’
তিনি বলেন,‘ আমাদের প্রথম কাজ হল ভালো পড়ানো। আমরা ভালো পড়াব। চুয়েটের মতো কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। ’
তিনি আরও বলেন, আদর্শ বিশ্ববিদ্যালয় বলতে এটাকে বুঝায়। যা গ্রামীণ জনপদে অবস্থিত। কোলাহলমুক্ত পরিবেশে এই বিশ্ববিদ্যালয়। এখানে জ্ঞানচর্চার সুন্দর পরিবেশ আছে। এখন আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকার সড়কটি বড় করতে চাই। এজন্য ভূমি অধিগ্রহণ কাজ চলছে। সড়কটি ২৪ ফুট হবে।
উপাচার্য মোহাম্মদ নূর হোসেন বলেন,‘ আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভাগ চালু করি। যে বিষয়ের কর্মক্ষেত্র কম, সেগুলো খুলতে চাই না। ভবিষ্যতে ফার্মেসি খোলার চেষ্টা করা হবে। আইসিটির ফিল্ড এখন কিছুটা খারাপ। ওই কারণে অনুমোদন থাকা সত্বেও এই বিভাগ চালু করিনি। কুমিল্লায় পড়তে হলে আগে আপনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এরপর আপনাকে বাইউস্টে পড়তে হবে। কুমিল্লায় আরও বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু বাইউস্ট ব্যতিক্রম। ’
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসির গ্রামের বাড়ি লক্ষীপুর জেলায়। তিনি ১৯৮৯ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। গত বছরের আগস্ট মাসে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেছিলেন ।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো আন্তর্জাতিক মানের। বাইউস্টের বিনিয়োগের দুই তৃতীয়াংশই ল্যাবে। একেকটি ল্যাব খুবই সুন্দর। আমরা এখানে প্রযুক্তিভিত্তিক বিষয় পড়াই। এখানে রয়েছে ১৪ হাজারের মতো বই নিয়ে সমৃদ্ধ এক গ্রন্থাগার। ১০ একরের বেশি জায়গা নিয়ে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস।
তিনি বলেন, আমাদের প্রথম কাজ সেবা করা। ভবিষ্যতে এটা একটা ওয়ান্ডারফুল বিশ্ববিদ্যালয় হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে বাইউস্টের গ্রন্থাগারে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য মোহাম্মদ নূর হোসেন বলেন, আমার প্রধান কাজ হলো কোয়ালিটি বাড়ানো। আমি কোয়ালিটি বাড়াব। কোয়ালিটি শিক্ষক নেব। বেছে বেছে শিক্ষাথী ভর্তি করানো হয় এখানে। কোটা পূরণ হয়ে গেলে আর নিই না। আমরা এখানে ক্যাডেট কলেজের মতো পড়াব। ক্যাডেট কলেজের সবাই ভালো করে। আমাদের কুমিল্লার লোকজন কেবল ঢাকায় যেতে চান। দ্রুত ঢাকায় যাওয়া যায় বলে। কিন্তু বাড়ির কাছেই বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। আমরা কুমিল্লার সন্তানদেরকে ,এই অঞ্চলের মানুষের সন্তানকে বাইউস্টে রাখতে চাই। কারণ আমাদের কোয়ালিটি শিক্ষক আছেন।
উপাচার্য বলেন,‘ এ বিশ্ববিদ্যালয়ের ১০ বছরের মূল্যায়ন করা কঠিন। কারণ ২০২০ সালে করোনা মহামারি শুরু হয়। তখন একটা ছন্দপতন হয়। এরপর ঘুরে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া অন্তত ৩০ জন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় জড়িত।’
তিনি বলেন,‘ আমাদের প্রথম কাজ হল ভালো পড়ানো। আমরা ভালো পড়াব। চুয়েটের মতো কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। ’
তিনি আরও বলেন, আদর্শ বিশ্ববিদ্যালয় বলতে এটাকে বুঝায়। যা গ্রামীণ জনপদে অবস্থিত। কোলাহলমুক্ত পরিবেশে এই বিশ্ববিদ্যালয়। এখানে জ্ঞানচর্চার সুন্দর পরিবেশ আছে। এখন আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকার সড়কটি বড় করতে চাই। এজন্য ভূমি অধিগ্রহণ কাজ চলছে। সড়কটি ২৪ ফুট হবে।
উপাচার্য মোহাম্মদ নূর হোসেন বলেন,‘ আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভাগ চালু করি। যে বিষয়ের কর্মক্ষেত্র কম, সেগুলো খুলতে চাই না। ভবিষ্যতে ফার্মেসি খোলার চেষ্টা করা হবে। আইসিটির ফিল্ড এখন কিছুটা খারাপ। ওই কারণে অনুমোদন থাকা সত্বেও এই বিভাগ চালু করিনি। কুমিল্লায় পড়তে হলে আগে আপনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এরপর আপনাকে বাইউস্টে পড়তে হবে। কুমিল্লায় আরও বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু বাইউস্ট ব্যতিক্রম। ’
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসির গ্রামের বাড়ি লক্ষীপুর জেলায়। তিনি ১৯৮৯ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। গত বছরের আগস্ট মাসে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেছিলেন ।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন জানিয়ে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরির শিক্ষার্থীরা।
২ দিন আগে