নিজস্ব প্রতিবেদক
আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ বছর বিজ্ঞানে শিক্ষার্থী বেশি। ছাত্রীর সংখ্যাও বেশি। সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি শুরু। আগে বহুনির্বাচনী ও পরে রচনামূলক পরীক্ষা কোন ধরনের বিরতি ছাড়াই হবে। আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হবে। ১৫-২২ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন আমার শহর পত্রিকা কে বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) কবির উদ্দিন আহমেদ জানান, এ বছর ২৭৩ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। এর মধ্যে ছাত্র ৭০ হাজার ১৫০ জন, ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন। এর মধ্যে কুমিল্লা জেলার ১০২ টি কেন্দ্রে ৫৮ হাজার ১৮৯ জন, চাঁদপুর জেলার ৪৬ টি কেন্দ্রে ২৫ হাজার ৪৮ জন, নোয়াখা- লী জেলার ৪২ টি কেন্দ্রে ৩০ হাজার ২৪২ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৯ টি কেন্দ্রে ২৩ হাজার ৬০২, ফেনী জেলার ২২ টি কেন্দ্রে ১৬ হাজার ৫৬২ জন ও লক্ষীপুর জেলার ২২ টি কেন্দ্রে ১৬ হাজার ৩৭ জন । ৩৬৬ জন, মানবিকে ৫৫ হাজার ৬৫২ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫৪ হাজার ৬৬২ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা হবে।
গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে: ২০২৩ সালে নবম শ্রেণিতে নাম রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৯৩ হাজার ৩১ জন। এর মধ্যে এ বছর ২০২৫ সালে এসএসসি পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেছে ১ লাখ ৪৩ হাজার ৪৬৫ জন। পরীক্ষায় অংশ নেয়নি ৪৯ হাজার ৫৬৬ জন। ২০২২ সালে নবম শ্রেণিতে নাম নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছে ২ লাখ ৯ হাজার ২৪৭ জন । এর মধ্যে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পুরণ করেছে ১ লাখ ৫৫ হাজার ৪০৫ জন । পরীক্ষায় অংশ নেয়নি ৫৩ হাজার ৮৪২ জন।
২০২৫ সালে এসএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। এর মধ্যে নিয়মিত ১ লাখ ৪৩ হাজার ৪৫৬ জন ও অনিয়মিত ২৬ হাজার ২১৫ জন ।
২০২৪ সালে সবমিলিয়ে .. এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৬৭৯ জন। ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ বছর বিজ্ঞানে শিক্ষার্থী বেশি। ছাত্রীর সংখ্যাও বেশি। সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি শুরু। আগে বহুনির্বাচনী ও পরে রচনামূলক পরীক্ষা কোন ধরনের বিরতি ছাড়াই হবে। আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হবে। ১৫-২২ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন আমার শহর পত্রিকা কে বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) কবির উদ্দিন আহমেদ জানান, এ বছর ২৭৩ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। এর মধ্যে ছাত্র ৭০ হাজার ১৫০ জন, ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন। এর মধ্যে কুমিল্লা জেলার ১০২ টি কেন্দ্রে ৫৮ হাজার ১৮৯ জন, চাঁদপুর জেলার ৪৬ টি কেন্দ্রে ২৫ হাজার ৪৮ জন, নোয়াখা- লী জেলার ৪২ টি কেন্দ্রে ৩০ হাজার ২৪২ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৯ টি কেন্দ্রে ২৩ হাজার ৬০২, ফেনী জেলার ২২ টি কেন্দ্রে ১৬ হাজার ৫৬২ জন ও লক্ষীপুর জেলার ২২ টি কেন্দ্রে ১৬ হাজার ৩৭ জন । ৩৬৬ জন, মানবিকে ৫৫ হাজার ৬৫২ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫৪ হাজার ৬৬২ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা হবে।
গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে: ২০২৩ সালে নবম শ্রেণিতে নাম রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৯৩ হাজার ৩১ জন। এর মধ্যে এ বছর ২০২৫ সালে এসএসসি পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেছে ১ লাখ ৪৩ হাজার ৪৬৫ জন। পরীক্ষায় অংশ নেয়নি ৪৯ হাজার ৫৬৬ জন। ২০২২ সালে নবম শ্রেণিতে নাম নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছে ২ লাখ ৯ হাজার ২৪৭ জন । এর মধ্যে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পুরণ করেছে ১ লাখ ৫৫ হাজার ৪০৫ জন । পরীক্ষায় অংশ নেয়নি ৫৩ হাজার ৮৪২ জন।
২০২৫ সালে এসএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। এর মধ্যে নিয়মিত ১ লাখ ৪৩ হাজার ৪৫৬ জন ও অনিয়মিত ২৬ হাজার ২১৫ জন ।
২০২৪ সালে সবমিলিয়ে .. এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৬৭৯ জন। ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে এই তথ্য পাওয়া গেছে।