চৌদ্দগ্রাম প্রতিনিধি
কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের সমিতি পাড়ায় বিমান বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষে শেয়াক উদ্দিন নাহিদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমান বাহিনীর গুলিতে ওই যুবক মারা গেছেন।
নিহত শেয়াক উদ্দিন নাহিদ কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক ইন্সট্রাক্টর নাসির উদ্দিনের ছেলে। সোমবার ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও জানা যায়, বেইজের বাইরে জড়ো হওয়া লোকজনকে একজন এয়ারফোর্স অফিসার কিছু সৈনিকসহ বুঝাতে আসে। তারা ফিরে যাবার মুহূর্তে উত্তেজিত পাবলিকের মধ্যে একজন এক সৈনিকের অস্ত্র নিয়ে টানাটানি শুরু করলে, গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। তিনি বলেন, আমরা পরিস্থিতি দেখছি।
কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমিও ঘটনাস্থলে আছি। আমরা একদিকে আছি, জনতা অন্যদিকে আছে। আমরা এলাকা শান্ত রাখার চেষ্টা করছি।
এদিকে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজারের কাছে সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের সমিতি পাড়ায় বিমান বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষে শেয়াক উদ্দিন নাহিদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমান বাহিনীর গুলিতে ওই যুবক মারা গেছেন।
নিহত শেয়াক উদ্দিন নাহিদ কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক ইন্সট্রাক্টর নাসির উদ্দিনের ছেলে। সোমবার ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও জানা যায়, বেইজের বাইরে জড়ো হওয়া লোকজনকে একজন এয়ারফোর্স অফিসার কিছু সৈনিকসহ বুঝাতে আসে। তারা ফিরে যাবার মুহূর্তে উত্তেজিত পাবলিকের মধ্যে একজন এক সৈনিকের অস্ত্র নিয়ে টানাটানি শুরু করলে, গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। তিনি বলেন, আমরা পরিস্থিতি দেখছি।
কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমিও ঘটনাস্থলে আছি। আমরা একদিকে আছি, জনতা অন্যদিকে আছে। আমরা এলাকা শান্ত রাখার চেষ্টা করছি।
এদিকে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজারের কাছে সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
নির্বাচনের আগে ৩ শর্ত পূরণ করতে হবে : জামায়াত আমির
২ দিন আগেএরই ধারাবাহিকতায় আজ দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠক।
২ দিন আগে