চৌদ্দগ্রাম প্রতিনিধি
নতুন দলের নেতৃত্ব নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ ছাড়ছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম। জানা গেছে, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এজন্য, এর আগের দিন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। ফলে অন্তবর্তীসরকারের উপদেষ্টা হিসেবে আগামী মঙ্গলবারই সরকারে শেষ দিন নাহিদের।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, মার্চ থেকে রোজা। তাই ফেব্রুয়ারির মধ্যেই দল আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১ লাখ লোকের সমাগম ঘটাতে চান তারা। সে লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন নেতাকর্মীরা।
দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি। গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়েও রয়েছে পৃথক কমিটি। এসব কমিটি দফায় দফায় সভা করছে। সর্বশেষ গত শুক্রবারও বৈঠক হয়েছে।
এর আগে, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি। এতে সাড়ে ৩ লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন। এসব মতামত যাচাই করছেন তারা।
এদিকে আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত হলেও দলের নাম ও সাংগঠনিক কাঠামো নিয়ে এখনও রহস্য তৈরি করে রাখা হয়েছে। শীর্ষ পদগুলো নিয়ে সমঝোতায় আসতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা চলছে। তবে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন, এটা অনেকটাই নিশ্চিত।
সেইসঙ্গে দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটা নির্ধারিত বলে জানিয়েছেন ছাত্রনেতারা।
এ ব্যাপারে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শৃঙ্খলা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র প্রণয়নসহ বিভিন্ন কমিটি করা হয়েছে। কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময়, আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে। তবে, সংগঠনের নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং লক্ষ্য-উদ্দেশ্য ও ভিশন-মিশনে একাত্মবোধের জায়গাগুলো বিবেচনায় নিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করব। আশা রাখি, সপ্তাহের শেষ দিকে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো।
নতুন দলের নেতৃত্ব নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ ছাড়ছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম। জানা গেছে, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এজন্য, এর আগের দিন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। ফলে অন্তবর্তীসরকারের উপদেষ্টা হিসেবে আগামী মঙ্গলবারই সরকারে শেষ দিন নাহিদের।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, মার্চ থেকে রোজা। তাই ফেব্রুয়ারির মধ্যেই দল আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১ লাখ লোকের সমাগম ঘটাতে চান তারা। সে লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন নেতাকর্মীরা।
দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি। গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়েও রয়েছে পৃথক কমিটি। এসব কমিটি দফায় দফায় সভা করছে। সর্বশেষ গত শুক্রবারও বৈঠক হয়েছে।
এর আগে, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি। এতে সাড়ে ৩ লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন। এসব মতামত যাচাই করছেন তারা।
এদিকে আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত হলেও দলের নাম ও সাংগঠনিক কাঠামো নিয়ে এখনও রহস্য তৈরি করে রাখা হয়েছে। শীর্ষ পদগুলো নিয়ে সমঝোতায় আসতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা চলছে। তবে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন, এটা অনেকটাই নিশ্চিত।
সেইসঙ্গে দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটা নির্ধারিত বলে জানিয়েছেন ছাত্রনেতারা।
এ ব্যাপারে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শৃঙ্খলা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র প্রণয়নসহ বিভিন্ন কমিটি করা হয়েছে। কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময়, আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে। তবে, সংগঠনের নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং লক্ষ্য-উদ্দেশ্য ও ভিশন-মিশনে একাত্মবোধের জায়গাগুলো বিবেচনায় নিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করব। আশা রাখি, সপ্তাহের শেষ দিকে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো।
নির্বাচনের আগে ৩ শর্ত পূরণ করতে হবে : জামায়াত আমির
৩ দিন আগে