সাক্ষাৎকার
বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, সাবেক অধিনায়ক তামিম ইকবাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, যা পুরো দেশকে গভীর উদ্বেগে ফেলে দেয়।
সোমবার (২৫ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে খেলতে গিয়েই ঘটে ভয়ংকর সেই মুহূর্ত। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনি দু’বার হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে সাভারের কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জীবনরক্ষাকারী সিপিআর এবং ডিসি শক দেওয়া হয়। চিকিৎসকদের চেষ্টায় কিছুটা স্থিতিশীল হওয়ার পর তার হার্টে ব্লক শনাক্ত করা হয় এবং জরুরি ভিত্তিতে রিং পরানো হয়।
তামিমকে আজ সকালে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তামিম ইকবাল দেখা করেছেন ও কথাবার্তা বলেছেন। জানা গেছে, কেপিজে হাসপাতাল থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার সিদ্ধান্ত হয়েছে। দুপুর ১২টায় বাংলাদেশের তারকা ক্রিকেটারের অবস্থা নিয়ে ব্রিফিং করা হবে। তামিমের সুস্থতার জন্য আজ ডিপিএলে তিনটি ম্যাচ শুরুর আগেই বিশেষ দোয়া পড়া হয়েছে।
উদ্বেগভরা সময় পেরিয়ে তামিমের ফেরাউদ্বেগভরা সময় পেরিয়ে তামিমের ফেরা
সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেট বিশ্বকে। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও তামিমের জন্য আবেগী বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।
বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, সাবেক অধিনায়ক তামিম ইকবাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, যা পুরো দেশকে গভীর উদ্বেগে ফেলে দেয়।
সোমবার (২৫ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে খেলতে গিয়েই ঘটে ভয়ংকর সেই মুহূর্ত। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনি দু’বার হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে সাভারের কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জীবনরক্ষাকারী সিপিআর এবং ডিসি শক দেওয়া হয়। চিকিৎসকদের চেষ্টায় কিছুটা স্থিতিশীল হওয়ার পর তার হার্টে ব্লক শনাক্ত করা হয় এবং জরুরি ভিত্তিতে রিং পরানো হয়।
তামিমকে আজ সকালে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তামিম ইকবাল দেখা করেছেন ও কথাবার্তা বলেছেন। জানা গেছে, কেপিজে হাসপাতাল থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার সিদ্ধান্ত হয়েছে। দুপুর ১২টায় বাংলাদেশের তারকা ক্রিকেটারের অবস্থা নিয়ে ব্রিফিং করা হবে। তামিমের সুস্থতার জন্য আজ ডিপিএলে তিনটি ম্যাচ শুরুর আগেই বিশেষ দোয়া পড়া হয়েছে।
উদ্বেগভরা সময় পেরিয়ে তামিমের ফেরাউদ্বেগভরা সময় পেরিয়ে তামিমের ফেরা
সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেট বিশ্বকে। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও তামিমের জন্য আবেগী বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।
মায়ামি ছাড়বে না মেসি। এটা শুধু মায়ামির জন্যই সুখবর নয়; মেসির চুক্তি নবায়নের বড় প্রভাব পড়বে পুরো মেজর লিগ সকার
৭ দিন আগে