আবদুল্লাহ আল মারুফ
কুমিল্লায় অস্ত্র গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব ১১ কুমিল্লা। জেলার সদর দক্ষিণ উপজেলার উলুরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লায় অস্ত্র গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব ১১ কুমিল্লা। জেলার সদর দক্ষিণ উপজেলার উলুরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।