নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন। শনিবার (২২ মার্চ) দাউদকান্দি ও চৌদ্দগ্রাম বাজারের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
চৌদ্দগ্রাম বাজারের উচ্ছেদ অভিযান-
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, থানা ও হাইওয়ে পুলিশ।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে পরিবার পরিজনের সাথে ঈদ করতে ঘরে ফিরবে প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষ। মহাসড়কে বাড়বে গাড়ির চাপ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও যানজট নিরসনে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয় জেলা, উপজেলা ও পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে শনিবার চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এতে সন্তোষ প্রকাশ করেছে বাজারে আসা নারী-পুরুষ ক্রেতাসহ সর্বস্তরের মানুষ।
ঈদ বাজার করতে আসা ফারজানা আক্তার ও সুমী আক্তার বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ঈদ মার্কেটে যাতায়াত হয়েছে নির্ঝঞ্ঝাট। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঈদ যাত্রায় সবার সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে মর্মে শুক্রবার সারাদিন পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ ও বাজারে মাইকিং করা হয়েছিল। এরপরও ব্যবসায়ীরা সচেতন না হওয়ায় আজ শনিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'
দাউদকান্দিতে উচ্ছেদ অভিযান-
ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখার লক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের দুইপাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দির সহকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান ইসলাম।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি আসতে ঈদযাত্রা নির্বিঘ্ন নিশ্চিত করতে দাউদকান্দি উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে মহাসড়কের উভয় পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উজেলার ২০ কিলোমিটার অংশ যানজটমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদের আগে দুই দিন মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার কথা ব্যবসায়ীদের বলা হয়। ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়শা আক্তার, নিরাপদ সড়ক চাই সংগঠনের দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন ও গৌরীপুর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন। শনিবার (২২ মার্চ) দাউদকান্দি ও চৌদ্দগ্রাম বাজারের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
চৌদ্দগ্রাম বাজারের উচ্ছেদ অভিযান-
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, থানা ও হাইওয়ে পুলিশ।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে পরিবার পরিজনের সাথে ঈদ করতে ঘরে ফিরবে প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষ। মহাসড়কে বাড়বে গাড়ির চাপ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও যানজট নিরসনে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয় জেলা, উপজেলা ও পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে শনিবার চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এতে সন্তোষ প্রকাশ করেছে বাজারে আসা নারী-পুরুষ ক্রেতাসহ সর্বস্তরের মানুষ।
ঈদ বাজার করতে আসা ফারজানা আক্তার ও সুমী আক্তার বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ঈদ মার্কেটে যাতায়াত হয়েছে নির্ঝঞ্ঝাট। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঈদ যাত্রায় সবার সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে মর্মে শুক্রবার সারাদিন পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ ও বাজারে মাইকিং করা হয়েছিল। এরপরও ব্যবসায়ীরা সচেতন না হওয়ায় আজ শনিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'
দাউদকান্দিতে উচ্ছেদ অভিযান-
ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখার লক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের দুইপাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দির সহকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান ইসলাম।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি আসতে ঈদযাত্রা নির্বিঘ্ন নিশ্চিত করতে দাউদকান্দি উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে মহাসড়কের উভয় পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উজেলার ২০ কিলোমিটার অংশ যানজটমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদের আগে দুই দিন মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার কথা ব্যবসায়ীদের বলা হয়। ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়শা আক্তার, নিরাপদ সড়ক চাই সংগঠনের দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন ও গৌরীপুর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।