চৌদ্দগ্রাম প্রতিনিধি
ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল(২৮)কে গ্রেফতার পূর্বক মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ।
সোমবার দিবাগত মধ্যরাতে (রাত ২টায়) দেবীদ্বার থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে প্রেমু গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
স্থানীয়রা জানান, এসময় প্রায় অর্ধশতাধিক রুবেল সমর্থক ও স্থানীয়রা বাগুর এলাকায় ‘জয়বাংলা শ্লোগানে পুলিশের গাড়ি প্রতিরোধ করে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে রুবেল সমর্থকরা পুলিশ ও স্থানীয়দের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। পুলিশ জনতার কঠোর প্রতিরোধে ব্যর্থ হয়ে রুবেলের মা’ ও বাবা’ পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন। তাতেও রক্ষা না হওয়ায় ছাত্রলীগ সমর্থকরা লাঠিপেটায় চেষ্টা করে, এসময় ছাত্রলীগের সমর্থকদের লাঠির আঘাতে আকিবুল আলীম(২৬) ও সাকিল আহমেদ (২৮) নামে দুই বিএনপি সমর্থক মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক আহত হন।
রাতেই পুলিশ রুবেলকে থানায় নিয়ে আসেন। মঙ্গলবার সকালে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লা ৪ নং আমলী আদালতে হাজির করেন। শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া মো. সাইফুল ইসলাম রুবেল উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের মো. সফিকুল ইসলামের পুত্র এবং সে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক। গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলেন নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ৫নং এবং আহত আবু বকরের মামলার এজহারভূক্ত ৬৯ নং আসামী। এ দুই মামলাসহ আরো ২টি হত্যা ও মারামারি মামলার আসামীসহ ৪ মামলার আসামী। তিনি গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার নিউমার্কেট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের উপর হামলা এবং গুলিবর্ষনসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলেন।
রুবেলকে ছাড়িয়ে নেয়ার চেষ্টাকালে আহত বাগুর গ্রামের মৃতঃ রমিজ উদ্দিনের পুত্র আকিবুল আলীম ও একই গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র সাকিল আহদেরে পক্ষে সাকিল আহমেদ বাদী হয়ে রুবেলসহ ৪৮ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে অভিযুক্ত করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেবীদ্বার থানায় আরো একটি মামলা দায়ের করেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, নজরধারীতে রেখে ৩ এসআইসহ ৯ পুলিশের একটি দল ও স্থানীয় জনতার সহযোগীতায় গতকাল রাত ২টায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক সাইফুল গ্রেফতার করা হয়েছে। এসময় রুবেলকে তার সমর্থকরা জয়বাংলা শ্লোগান দিয়ে ছাড়িয়ে নেয়ার চেষ্ট করে। এসময় তাদের লাঠির আঘাতে ২ জন স্থানীয় লোক আহত হন। মঙ্গলবার দুপুরে কোর্ট হাজতে চালান করে। বর্তমান মামলাটিসহ তার বিরুদ্ধে রুবেল হত্যাসহ ৪টি মামলা রয়েছে।
ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল(২৮)কে গ্রেফতার পূর্বক মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ।
সোমবার দিবাগত মধ্যরাতে (রাত ২টায়) দেবীদ্বার থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে প্রেমু গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
স্থানীয়রা জানান, এসময় প্রায় অর্ধশতাধিক রুবেল সমর্থক ও স্থানীয়রা বাগুর এলাকায় ‘জয়বাংলা শ্লোগানে পুলিশের গাড়ি প্রতিরোধ করে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে রুবেল সমর্থকরা পুলিশ ও স্থানীয়দের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। পুলিশ জনতার কঠোর প্রতিরোধে ব্যর্থ হয়ে রুবেলের মা’ ও বাবা’ পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন। তাতেও রক্ষা না হওয়ায় ছাত্রলীগ সমর্থকরা লাঠিপেটায় চেষ্টা করে, এসময় ছাত্রলীগের সমর্থকদের লাঠির আঘাতে আকিবুল আলীম(২৬) ও সাকিল আহমেদ (২৮) নামে দুই বিএনপি সমর্থক মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক আহত হন।
রাতেই পুলিশ রুবেলকে থানায় নিয়ে আসেন। মঙ্গলবার সকালে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লা ৪ নং আমলী আদালতে হাজির করেন। শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া মো. সাইফুল ইসলাম রুবেল উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের মো. সফিকুল ইসলামের পুত্র এবং সে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক। গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলেন নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ৫নং এবং আহত আবু বকরের মামলার এজহারভূক্ত ৬৯ নং আসামী। এ দুই মামলাসহ আরো ২টি হত্যা ও মারামারি মামলার আসামীসহ ৪ মামলার আসামী। তিনি গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার নিউমার্কেট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের উপর হামলা এবং গুলিবর্ষনসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলেন।
রুবেলকে ছাড়িয়ে নেয়ার চেষ্টাকালে আহত বাগুর গ্রামের মৃতঃ রমিজ উদ্দিনের পুত্র আকিবুল আলীম ও একই গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র সাকিল আহদেরে পক্ষে সাকিল আহমেদ বাদী হয়ে রুবেলসহ ৪৮ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে অভিযুক্ত করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেবীদ্বার থানায় আরো একটি মামলা দায়ের করেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, নজরধারীতে রেখে ৩ এসআইসহ ৯ পুলিশের একটি দল ও স্থানীয় জনতার সহযোগীতায় গতকাল রাত ২টায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক সাইফুল গ্রেফতার করা হয়েছে। এসময় রুবেলকে তার সমর্থকরা জয়বাংলা শ্লোগান দিয়ে ছাড়িয়ে নেয়ার চেষ্ট করে। এসময় তাদের লাঠির আঘাতে ২ জন স্থানীয় লোক আহত হন। মঙ্গলবার দুপুরে কোর্ট হাজতে চালান করে। বর্তমান মামলাটিসহ তার বিরুদ্ধে রুবেল হত্যাসহ ৪টি মামলা রয়েছে।