নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের জমির পোষাণীর(ভাড়া) টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওলানপাড়া গ্রামের ৭-৮জন যুবক তিনটি মোটর সাইকেল নিয়ে উত্তর হরিপুর ইসমাইলদের বাড়ির নিকটে এসে তাকে ডেকে রাস্তায় নিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে ইসমাইল, তার ভাই ইব্রাহিম এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ আহতরা হলেন হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল (৪০), তার ভাই ইব্রাহিম(৩৫) ও ওলানপাড়া গ্রামের ইয়াসিন(২৬)। এছাড়াও মোরশেদ নামের একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চারবছর যাবত মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এনিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনদের সাথে জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাছের প্রজেক্টের জমির মালিকদের পোষাণীর টাকা না পাওয়া নিয়ে ইসমাইলদের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর থেকে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের জমির পোষাণীর(ভাড়া) টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওলানপাড়া গ্রামের ৭-৮জন যুবক তিনটি মোটর সাইকেল নিয়ে উত্তর হরিপুর ইসমাইলদের বাড়ির নিকটে এসে তাকে ডেকে রাস্তায় নিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে ইসমাইল, তার ভাই ইব্রাহিম এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ আহতরা হলেন হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল (৪০), তার ভাই ইব্রাহিম(৩৫) ও ওলানপাড়া গ্রামের ইয়াসিন(২৬)। এছাড়াও মোরশেদ নামের একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চারবছর যাবত মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এনিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনদের সাথে জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাছের প্রজেক্টের জমির মালিকদের পোষাণীর টাকা না পাওয়া নিয়ে ইসমাইলদের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর থেকে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।