দেবীদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক নিহত এবং সাথে থাকা অপর এক আরোহী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সাড়ে ১১টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশন’র কাছে ওই হতাহতের ঘটনা ঘটে।
নিহত যুবক দেবীদ্বার উপজেলার ১০নং গুনাইঘর ইউনিয়নের শাকতলা গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল আউয়াল ভূঁইয়ার ছেলে আব্দুল্লাহ ভূঁইয়া(২৫) এবং অপর আহত মো. হোসাইন ভূঁইয়া(২৫) একই বাড়ির মৃত: হাসান ভূঁইয়ার ছেলে। ওরা দু’জন সম্পর্কে চাচাতো ভাই। আহত মো. হোসাইন ভূঁইয়াকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটর সাইকেল আরোহী আব্দুল্লাহ ও হোসাইন বুড়িচং উপজেলার রাম্পুর গ্রামের খালার বাড়ি থেকে বেড়ায়ে দেবীদ্বার আসার পথে জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশন’র কাছে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সামনে ঢুকে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. পাভেজ আলী জানান, সকাল সাড়ে ১১টায় কুমিল্লাগামী একটি ট্রাকের সম্মূখভাগে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকেপড়া মোটরসাইকেল চালক নিহত এবং অপরজন আহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং দূর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।
কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক নিহত এবং সাথে থাকা অপর এক আরোহী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সাড়ে ১১টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশন’র কাছে ওই হতাহতের ঘটনা ঘটে।
নিহত যুবক দেবীদ্বার উপজেলার ১০নং গুনাইঘর ইউনিয়নের শাকতলা গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল আউয়াল ভূঁইয়ার ছেলে আব্দুল্লাহ ভূঁইয়া(২৫) এবং অপর আহত মো. হোসাইন ভূঁইয়া(২৫) একই বাড়ির মৃত: হাসান ভূঁইয়ার ছেলে। ওরা দু’জন সম্পর্কে চাচাতো ভাই। আহত মো. হোসাইন ভূঁইয়াকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটর সাইকেল আরোহী আব্দুল্লাহ ও হোসাইন বুড়িচং উপজেলার রাম্পুর গ্রামের খালার বাড়ি থেকে বেড়ায়ে দেবীদ্বার আসার পথে জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশন’র কাছে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সামনে ঢুকে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. পাভেজ আলী জানান, সকাল সাড়ে ১১টায় কুমিল্লাগামী একটি ট্রাকের সম্মূখভাগে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকেপড়া মোটরসাইকেল চালক নিহত এবং অপরজন আহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং দূর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।