লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় শখের বশে দোকানে আসা ক্রেতার মোটরসাইকেল চালাতে গিয়ে মো. জহির (২৫) নামে এক চা–দোকানি সড়কে প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পেরুল এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জহির উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি স্থানীয় ফয়েজগঞ্জ বাজারে চা–বিক্রেতা।
লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে হরিশ্চর চৌরাস্তার দক্ষিণে পেরুল ইউটার্নে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবার সূত্রে জেনেছেন, নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
কুমিল্লার লালমাই উপজেলায় শখের বশে দোকানে আসা ক্রেতার মোটরসাইকেল চালাতে গিয়ে মো. জহির (২৫) নামে এক চা–দোকানি সড়কে প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পেরুল এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জহির উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি স্থানীয় ফয়েজগঞ্জ বাজারে চা–বিক্রেতা।
লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে হরিশ্চর চৌরাস্তার দক্ষিণে পেরুল ইউটার্নে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবার সূত্রে জেনেছেন, নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।