নাঙ্গলকোট প্রতিনিধি
নাঙ্গলকোটে ৫০ বছরের পুরনো পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার উপজেলার বাঙ্গড্ডা-নাঙ্গলকোট সড়কের বাঙ্গড্ডা দীঘির পাড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, মাস্টার হানিফ, মৌলভী একরামুল হক, মোহাম্মদ শাহীন, মর্তূজা মজুমদার, নুর ইসলাম , বাহার উদ্দিন আব্দুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, শাহপরান, মোহাম্মদ আলী, ইয়াছিন, হায়াতুন্নবী প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বাঙ্গড্ডা দক্ষিণ পাড়া গ্রামের হারুনুর রশিদ ও তার ছেলে মাস্টার শাহিন আলম বাঙ্গড্ডা দক্ষিণ পাড়াসহ পাশ্ববর্তী রায়কোট উত্তর ইউপির চারজানিয়া ও পেড়িয়া ইউনিয়নের চেহরিয়া ও দৌলতপুরসহ ৫ থেকে ৬ টি গ্রামের ৫০ বছরের পুরনো পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে পাকা ভবন নির্মাণ করেন। এতে গত বর্ষায় কয়েকটি গ্রামের বাড়িঘর ও ফসলিজমি পানিতে তলিয়ে যায়। আগামী বর্ষা মৌসুমে এর ভয়াবহতা আরো বেড়ে গিয়ে মানুষের বাড়িঘর ও ফসলিজমি সহ সম্পদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রামবাসী এ বিষয়ে হারুনুর রশিদকে কিছু বলতে গেলে তিনি তার আত্মীয় এক নির্বাহী ম্যাজিষ্ট্রেটেটের ভয় দেখিয়ে এলাকাবাসীকে ভয়-ভীতি প্রদর্শনসহ মামলা দিয়ে হয়রানী করে আসছেন। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করলেও কার্যত প্রশাসনিকভাবে কোন ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই জরুরী ভিত্তিতে বন্ধ করা ড্রেনটি দ্রুত অবমুক্ত করার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, মর্তূজা মজুমদার, নুর ইসলাম, বাহার উদ্দিন আব্দুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, শাহপরান, মোহাম্মদ আলী, ইয়াছিন, হায়াতুন্নবীসহ কয়েক‘শ গ্রামবাসী
এ বিষয়ে অভিযুক্ত হানুরুর রশিদ বলেন, এখানে কোন ড্রেন ছিল না। আমি আমার নিজ জমিতে ভবন নির্মাণ করেছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, বিষয়টি নিয়ে সহকারি কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।
নাঙ্গলকোটে ৫০ বছরের পুরনো পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার উপজেলার বাঙ্গড্ডা-নাঙ্গলকোট সড়কের বাঙ্গড্ডা দীঘির পাড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, মাস্টার হানিফ, মৌলভী একরামুল হক, মোহাম্মদ শাহীন, মর্তূজা মজুমদার, নুর ইসলাম , বাহার উদ্দিন আব্দুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, শাহপরান, মোহাম্মদ আলী, ইয়াছিন, হায়াতুন্নবী প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বাঙ্গড্ডা দক্ষিণ পাড়া গ্রামের হারুনুর রশিদ ও তার ছেলে মাস্টার শাহিন আলম বাঙ্গড্ডা দক্ষিণ পাড়াসহ পাশ্ববর্তী রায়কোট উত্তর ইউপির চারজানিয়া ও পেড়িয়া ইউনিয়নের চেহরিয়া ও দৌলতপুরসহ ৫ থেকে ৬ টি গ্রামের ৫০ বছরের পুরনো পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে পাকা ভবন নির্মাণ করেন। এতে গত বর্ষায় কয়েকটি গ্রামের বাড়িঘর ও ফসলিজমি পানিতে তলিয়ে যায়। আগামী বর্ষা মৌসুমে এর ভয়াবহতা আরো বেড়ে গিয়ে মানুষের বাড়িঘর ও ফসলিজমি সহ সম্পদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রামবাসী এ বিষয়ে হারুনুর রশিদকে কিছু বলতে গেলে তিনি তার আত্মীয় এক নির্বাহী ম্যাজিষ্ট্রেটেটের ভয় দেখিয়ে এলাকাবাসীকে ভয়-ভীতি প্রদর্শনসহ মামলা দিয়ে হয়রানী করে আসছেন। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করলেও কার্যত প্রশাসনিকভাবে কোন ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই জরুরী ভিত্তিতে বন্ধ করা ড্রেনটি দ্রুত অবমুক্ত করার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, মর্তূজা মজুমদার, নুর ইসলাম, বাহার উদ্দিন আব্দুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, শাহপরান, মোহাম্মদ আলী, ইয়াছিন, হায়াতুন্নবীসহ কয়েক‘শ গ্রামবাসী
এ বিষয়ে অভিযুক্ত হানুরুর রশিদ বলেন, এখানে কোন ড্রেন ছিল না। আমি আমার নিজ জমিতে ভবন নির্মাণ করেছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, বিষয়টি নিয়ে সহকারি কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।