• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ
> চট্টগ্রাম বিভাগ

বিশ্ব মা দিবস আজ অন্তরে মা থাকুক মম

গাজীউল হক সোহাগ
প্রকাশ : ১১ মে ২০২৫, ১১: ৫৯
logo

বিশ্ব মা দিবস আজ অন্তরে মা থাকুক মম

গাজীউল হক সোহাগ

প্রকাশ : ১১ মে ২০২৫, ১১: ৫৯
Photo

মা কথাটি ছোট্র অতি/ কিন্তু জেনো ভাই /ইহার চেয়ে নাম যে মধুর /তিন ভূবনে নেই/ সত্য ন্যায়ের ধর্ম থাকুক/ মাথার ‘পরে আজি/ অন্তরে মা থাকুক মম/ করুক স্নেহরাজি। কবি কাজী কাদের নেওয়াজের ‘ মা’ কবিতায় এভাবেই মাকে তুলে ধরা হয়েছে। সেই মায়ের অবদান, ত্যাগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ। বিশ্ব মা দিবস আজ। সমাজে মায়ের সম্মান প্রদর্শের জন্য দিবসটি পালন করা হয়।

মূলত একজন মা তাঁর সন্তানের চরিত্র ও ব্যক্তিত্ব গঠন করেন। সন্তানের বৃদ্ধি ও বিকাশে যত্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মায়ের আত্নত্যাগকে তুলে ধরার জন্য এই দিবস। যদিও মাকে স্মরণে বরণে রাখেন সবাই।

কিভাবে মা দিবস এলো? -১৯১৪ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস ও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে দেশে দেশে দিবসটি পালিত হচ্ছে। মে মাসের দ্বিতীয় রোববার ১০,১১ ও ১২ এর মধ্যে হয়ে থাকে।

ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য ঘেঁটে জানা গেছে, ১৬০০ শতকে মাতৃত্ব ও মাকে সম্মান জানানোর জন্য যুক্তরাজ্যে রোববার মাদারিং সানডে পালন করা হয়। ১৮৭০ সালে আমেরিকায় গৃহযুদ্ধ হয়। তখন জুলিয়া ওয়ার্ড শান্তির প্রত্যাশায় একটি ঘোষণাপত্র লেখেন। ওই যুদ্ধে বহু নর নারী মারা যান। পরবর্তীতে পরিবারহীন এতিম শিশুদের একত্রিত করেন সমাজকর্মী আনা রিভিজ জার্ভিস ও তাঁর মেয়ে আনা মেরি জার্ভিস। তাঁরা মা দিবস পালন শুরু করেন। আনা মেরি জার্ভিস ১৯০৫ সালে তাঁর মায়ের মৃত্যুর পর সরকারিভাবে দিবসটি পালনের জন্য ক্যাম্পেইন ( প্রচারণা) শুরু করেন। ১৯০৮ সালের ১০ মে আমেরিকার ভার্জিনিয়ার একটি চার্চে প্রথম মা দিবস পালন হয়। এতে ৪০৭ জন শিশু ও তাদের কারো কারো মায়েরা উপস্থিত ছিলেন। ১৯১২ সালে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দিবস পালনের জন্য ব্যাপক প্রচারণা শুরু হয়। ১৯১৪ সাল থেকে দেশে দেশে এই দিবস পালন শুরু হয়। বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কবি লেখক শিল্পীরাও মাকে তুলে ধরেছেন তাঁদের সৃষ্টিশীল কাজ দিয়ে।

এতে মায়েদের সফলতা, প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা, সন্তানদের পড়াশোনা করে এগিয়ে নেওয়ার নানা ধরণের গল্প আছে। একেকটি গল্পের মধ্যে লুকিয়ে আছে বেদনা, কষ্টের কথা। দিনশেষে সন্তানের সাফল্য দেখে মায়ের হাসিতে আলোকিত হয় দেশ।

আমার শহর পত্রিকা আজ কীর্তিমান কিছু মায়ের গল্প তুলে এনেছে। সেখানে মায়েদের সংগ্রামী জীবনের নানা ধরনের গল্প আছে। কিছু মা অন্যের সন্তানকে উৎসাহ দিতেন। বঞ্চিত মানুষের সন্তানকে পড়াতেন। কিছু মা নিজের সন্তানকে কঠোর অনুশাসনে বড় করেছেন। কিছু মা স্বামীর মৃত্যুর পর সন্তানকে তিলে তিলে মানুষ করেছেন।

জানতে চাইলে বিশিষ্ট নারীনেত্রী দিলনাশি মোহসেন বলেন, একজন মা-ই একটি পরিবারের বড় ছায়া। চেইঞ্জমেকার। মায়ের ছায়ায় মায়ায় আমরা বেঁচে আছি। দিবস করে মাকে সম্মান জানানো হয় না। মাকে সবসময়ই আমরা সম্মান করি।

Thumbnail image

মা কথাটি ছোট্র অতি/ কিন্তু জেনো ভাই /ইহার চেয়ে নাম যে মধুর /তিন ভূবনে নেই/ সত্য ন্যায়ের ধর্ম থাকুক/ মাথার ‘পরে আজি/ অন্তরে মা থাকুক মম/ করুক স্নেহরাজি। কবি কাজী কাদের নেওয়াজের ‘ মা’ কবিতায় এভাবেই মাকে তুলে ধরা হয়েছে। সেই মায়ের অবদান, ত্যাগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ। বিশ্ব মা দিবস আজ। সমাজে মায়ের সম্মান প্রদর্শের জন্য দিবসটি পালন করা হয়।

মূলত একজন মা তাঁর সন্তানের চরিত্র ও ব্যক্তিত্ব গঠন করেন। সন্তানের বৃদ্ধি ও বিকাশে যত্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মায়ের আত্নত্যাগকে তুলে ধরার জন্য এই দিবস। যদিও মাকে স্মরণে বরণে রাখেন সবাই।

কিভাবে মা দিবস এলো? -১৯১৪ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস ও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে দেশে দেশে দিবসটি পালিত হচ্ছে। মে মাসের দ্বিতীয় রোববার ১০,১১ ও ১২ এর মধ্যে হয়ে থাকে।

ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য ঘেঁটে জানা গেছে, ১৬০০ শতকে মাতৃত্ব ও মাকে সম্মান জানানোর জন্য যুক্তরাজ্যে রোববার মাদারিং সানডে পালন করা হয়। ১৮৭০ সালে আমেরিকায় গৃহযুদ্ধ হয়। তখন জুলিয়া ওয়ার্ড শান্তির প্রত্যাশায় একটি ঘোষণাপত্র লেখেন। ওই যুদ্ধে বহু নর নারী মারা যান। পরবর্তীতে পরিবারহীন এতিম শিশুদের একত্রিত করেন সমাজকর্মী আনা রিভিজ জার্ভিস ও তাঁর মেয়ে আনা মেরি জার্ভিস। তাঁরা মা দিবস পালন শুরু করেন। আনা মেরি জার্ভিস ১৯০৫ সালে তাঁর মায়ের মৃত্যুর পর সরকারিভাবে দিবসটি পালনের জন্য ক্যাম্পেইন ( প্রচারণা) শুরু করেন। ১৯০৮ সালের ১০ মে আমেরিকার ভার্জিনিয়ার একটি চার্চে প্রথম মা দিবস পালন হয়। এতে ৪০৭ জন শিশু ও তাদের কারো কারো মায়েরা উপস্থিত ছিলেন। ১৯১২ সালে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দিবস পালনের জন্য ব্যাপক প্রচারণা শুরু হয়। ১৯১৪ সাল থেকে দেশে দেশে এই দিবস পালন শুরু হয়। বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কবি লেখক শিল্পীরাও মাকে তুলে ধরেছেন তাঁদের সৃষ্টিশীল কাজ দিয়ে।

এতে মায়েদের সফলতা, প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা, সন্তানদের পড়াশোনা করে এগিয়ে নেওয়ার নানা ধরণের গল্প আছে। একেকটি গল্পের মধ্যে লুকিয়ে আছে বেদনা, কষ্টের কথা। দিনশেষে সন্তানের সাফল্য দেখে মায়ের হাসিতে আলোকিত হয় দেশ।

আমার শহর পত্রিকা আজ কীর্তিমান কিছু মায়ের গল্প তুলে এনেছে। সেখানে মায়েদের সংগ্রামী জীবনের নানা ধরনের গল্প আছে। কিছু মা অন্যের সন্তানকে উৎসাহ দিতেন। বঞ্চিত মানুষের সন্তানকে পড়াতেন। কিছু মা নিজের সন্তানকে কঠোর অনুশাসনে বড় করেছেন। কিছু মা স্বামীর মৃত্যুর পর সন্তানকে তিলে তিলে মানুষ করেছেন।

জানতে চাইলে বিশিষ্ট নারীনেত্রী দিলনাশি মোহসেন বলেন, একজন মা-ই একটি পরিবারের বড় ছায়া। চেইঞ্জমেকার। মায়ের ছায়ায় মায়ায় আমরা বেঁচে আছি। দিবস করে মাকে সম্মান জানানো হয় না। মাকে সবসময়ই আমরা সম্মান করি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ফেসবুকে মাকে নিয়ে তারেক রহমানের পোস্ট

২

বিশ্ব মা দিবস আজ অন্তরে মা থাকুক মম

৩

তীব্র গরমে রেললাইন বেঁকে দুর্ঘটনার যাওয়ার আশঙ্কা গতি কমানোর নির্দেশনা দিল কতৃপক্ষ

৪

আমি যদি কর্মসূচির ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত

৫

রাতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

সম্পর্কিত

ফেসবুকে মাকে নিয়ে তারেক রহমানের পোস্ট

ফেসবুকে মাকে নিয়ে তারেক রহমানের পোস্ট

২ দিন আগে
তীব্র গরমে রেললাইন বেঁকে দুর্ঘটনার যাওয়ার আশঙ্কা
গতি কমানোর নির্দেশনা দিল কতৃপক্ষ

তীব্র গরমে রেললাইন বেঁকে দুর্ঘটনার যাওয়ার আশঙ্কা গতি কমানোর নির্দেশনা দিল কতৃপক্ষ

২ দিন আগে
আমি যদি কর্মসূচির ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত

আমি যদি কর্মসূচির ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত

৩ দিন আগে
রাতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

রাতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

৩ দিন আগে